যশোর ঝিকরগাছা চৌগাছা দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রার্থী মোছাঃ সাবিরা সুলতানা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীর উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং শিক্ষার উন্নয়নে অনন্য ভূমিকা পালন করবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিরপেক্ষভাবে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যশোরের ঝিকরগাছা মহিলা কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দুপুরে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস উদ্দীন। এ সময় তার সাথে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ইদ্রিস আলী, শাহাজান আলী, নওয়াজীস ইসলাম রিয়েল প্রমূখ।