যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি (৬০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাবিবুর রহমান বাপ্পি উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা ফারাজীপাড়ার মৃত শাহাদৎ মোড়লের ছেলে।
মরহুমের পরিবার জানায়, দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে (ক্যান্সার) আক্রান্ত ছিলেন হাবিবুর রহমান বাপ্পি। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই দিন মাগরিবের নামাজ শেষে মরহুমের জানাজা নামাজ তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, মরহুম হাবিবুর রহমান বাপ্পি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। এছাড়া শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।