দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই: ওয়াহিদুজ্জামান দিপু

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৫৪ পিএম
দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই: ওয়াহিদুজ্জামান দিপু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর পক্ষে মোল্লাহাটে ব্যাপক গণসংযোগ, প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতিমূলক হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহী গাড়ফার হাটকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী এই প্রচারণা চলে।

পরে সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এডভোকেট দিপু বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সকলকে আহ্বান-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করুন। তবেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।”

হাটের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়:

প্রচারণাকালে এডভোকেট দিপু নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তার প্রতি সমর্থন ও দোয়া কামনা করেন। হাটের ব্যস্ততার মাঝেও তিনি প্রত্যেকের মতামত মনোযোগ দিয়ে শোনেন।

হাটে আগত কয়েকজন ক্রেতা-বিক্রেতা জানান, দিপুর সহজ-সরল আচরণ, হাস্যোজ্জ্বল স্বভাব ও মনোযোগী শ্রবণশক্তি মানুষকে তার কাছে টেনে নেয়। একজন প্রবীণ হাটগামী বলেন, “উনি খুব মন দিয়ে মানুষের কথা শোনেন-এটা আমাদের ভালো লেগেছে।”

৩১ দফা প্রতিশ্রুতির হ্যান্ডবিল বিতরণে উৎসাহ:

এই সময়ে নেতাকর্মীরা বিভিন্ন দোকানপাট, হাটের প্রবেশপথ এবং পথচারীদের হাতে ৩১ দফা অঙ্গীকারনামা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করেন। হ্যান্ডবিলে স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের সহায়তা, দুর্নীতিমুক্ত প্রশাসন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানবাধিকারের সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠাসহ নানা প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে।

স্থানীয় নাগরিকরা জানান, দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে এলাকার উন্নয়নে বড় পরিবর্তন আসবে।

নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা:

প্রচারণায় অংশ নেওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, এডভোকেট দিপুর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও এলাকার মানুষের আস্থা তাকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রাখবে। তাদের বিশ্বাস-তিনি নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

গাড়ফার হাটে উৎসবমুখর পরিবেশ:

প্রচারণা ঘিরে গাড়ফার হাটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকে আগ্রহ নিয়ে হ্যান্ডবিল সংগ্রহ করেন এবং দিপুর ৩১ দফা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। শুরু থেকে শেষ পর্যন্ত হাটজুড়ে প্রচারণা ছিল প্রধান আলোচ্য বিষয়।

নেতাকর্মীদের মতে, নিয়মিত মাঠপর্যায়ে গণসংযোগ, মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং উন্নয়ন চিন্তায় জনগণের অংশগ্রহণ-এডভোকেট দিপুর জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করবে এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে