দিনাজপুরের চিরিরবন্দরে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। গতকাল ২৮ নভেম্বর শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবস্যা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তাকে মাদকসহ কয়েকবার আটকও করে। কয়েকদিন পরেই সে জামিনে মুক্ত হয়ে পুনরায় স্বগৌরবে মাদক ব্যবস্যা শুরু করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলা সহ ১৮ টি মামলা রয়েছে। তাকে নতুন আরেকটি মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।