আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন উপলক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা জাতীয় পার্টির (জাপা) নেতৃবৃন্দ। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্মশিক্ষা বিষয়ক সম্পাদক প্রকৌশলী জুবায়ের রহমান, সদস্য অ্যাডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান ইমরান, নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান, সহ-সভাপতি লিয়াকত হোসেন হিকমত, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহরিয়ার পারভেজ ইমন, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মল্লিক সাইফুজ্জামান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইদুজ্জামানসহ অনেকে।
জাতীয় পার্টির জেলা সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। সরকারের পক্ষ থেকেও আমাদের কোনো বাধা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ থাকলে নির্বাচনে অংশগ্রহণ করব আমরা।
আসন্ন নির্বাচনে নড়াইল-১ আসনে জাপার সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী মাহাবুয়াউর রহমান ইমরান এবং নড়াইল-২ আসনে খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ মাঠে আছেন বলে জানান তিনি।
এ সময় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু, সহসভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক নূরুন্নবী সামদানীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।