কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০৩:০৮ পিএম
কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সিপিপির উদ্যোগে ও জিসিএ প্রকল্প ইউএনডিপির সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপির খুলনার উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন । বিশেষ অতিথি ছিলেন সিপিপির মঠবাড়িয়ার সহকারি পরিচালক মামুনার রশিদ। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, ,ইউপি সদস্য আবু মাসুম বিল্লাহ, আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, আবুল কালাম শেখ, এস এম শফিকুল ইসলাম, শাহানারা খাতুন, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলী, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ডিএম হেলাল উদ্দিন, হাফেজ মনিরুজ্জামান, মোঃ কামরুল ইসলাম খান, মোঃ ফরহাদ হোসেন, সিপিপির সদস্য মনিরা খাতুন, সাইফুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে