এজেন্ট প্রত্যেকে একটি কেন্দ্রের অভিভাবক : আবু সাঈদ চাঁদ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:২৭ পিএম
এজেন্ট প্রত্যেকে একটি কেন্দ্রের অভিভাবক : আবু সাঈদ চাঁদ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, সঠিকভাবে কাজ করলে ধানের শীষের বিজয় কেউ থামাতে পারবে না। এজেন্ট প্রত্যেকে একটি কেন্দ্রের অভিভাবক।’ ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পোলিং এজেন্টদের প্রশিক্ষিত ও সচেতন থাকা জরুরি। এজেন্টদের পেশাদারিত্ব ও তৎপরতা ভোটকেন্দ্রে অনিয়ম ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটকেন্দ্রে বিভিন্ন ধরনের চাপ, বিভ্রান্তি, ভীতি সৃষ্টি করার চেষ্টা হতে পারে। এসব পরিস্থিতিতে এজেন্টদের মানসিকভাবে দৃড় থাকতে হবে। আইন মেনে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৪০০ পোলিং এজেন্ট অংশ নেন। কর্মশালা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। কর্মশালায় নির্বাচন-সংক্রান্ত নীতিমালা, ভোটকক্ষ পরিচালনা, অনিয়ম শনাক্ত ও প্রতিরোধ এবং বিভিন্ন ধরণের ভোটারদের সহায়তার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন। কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ। শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকার, উপজেলা যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে