রহনপুর-ঈশ্বরদী গামী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন জিএম

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ০৫:৪০ পিএম
রহনপুর-ঈশ্বরদী গামী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন জিএম
সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিট কভার সংযুক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল এন্ড কলেজের সৌজন্যে ট্রেনের বগিতে সিট কভার প্রদান করা হয়। রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কভার সংযুক্তিকরণের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোঃ আমিনুল হাসান এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ ইসাহাক আলী, অধ্যক্ষ মোসাঃ মরিয়ম খাতুন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষনিক যাত্রী সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঈশ্বরদী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিটকভার সংযুক্ত করা হলো। তিনি এশিয়ান স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এধরনের সামাজিক উদ্যোগ রেলের যাত্রী সেবায় অগ্রনী ভূমিকা রাখবে।
আপনার জেলার সংবাদ পড়তে