কালিগঞ্জে লক্ষ টাকার আটদলীয় টুর্নামেন্টে নলতা ফাইনালে

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা): | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫০ পিএম
কালিগঞ্জে লক্ষ টাকার আটদলীয় টুর্নামেন্টে নলতা ফাইনালে

সাতক্ষীরার কালিগঞ্জে লক্ষ টাকার আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে দেয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ‘ডিএমসি ক্লাব’ আয়োজিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে নলতা শরীফ ফুটবল একাডেমি ফাইনালে উন্নীত হয়েছে। ম্যাচসেরা হয়েছেন নলতা শরীফ ফুটবল একাডেমির গোলরক্ষক জাহাঙ্গীর আলম।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী ছিলেন শাহিন, রিফাত ও নাঈম।

এ সময় ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন ৯নং মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সৈয়দ হেমায়েত বাবু, সাবেক ইউপি সদস্য শেখ রিয়াজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য মোঃ আবু হাসান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ইউপি সদস্য দেবাশীষ ঘোষ, নূর মোহাম্মদ বাঁচা মোল্লা, ডিএমসি ক্লাবের উপদেষ্টা রেজাউল হক ডাবলু, আবু হাসান রাজ, বীর মুক্তিযোদ্ধা শেখ জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন,  উপদেষ্টা শেখ আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য শেখ আয়নাল হক, সাবেক উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, ক্লাবের সদস্য আলমগীর কোবির, ডিএমসি ক্লাবের কর্মকর্তা মাসুম হাসান, আক্তারুজ্জামান টিটু, আসিফ মাহমুদ, কলিম শারাফি সোহেল, শেখ শাহিন, শফিকুল ইসলাম, সালাউদ্দীন প্রমুখ।

আগামী ৬ ডিমেম্বর (শনিবার) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীকলা অনির্বান ক্লাবের মুখোমুখি হবে শ্যামনগরের ঈশ্বরীপুর ফুটবল একাদশ।

আপনার জেলার সংবাদ পড়তে