বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় শৈলকূপা উপজেলার ১৮১ টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১ তম গ্রেডে উন্নতি করার লক্ষ্যে সহকারি শিক্ষকরা বিদ্যালয় গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত করেছে। এদিকে উপজেলার মালিথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নেওয়ার কারনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্ধ আরা বেগমের সাথে সহকারী শিক্ষকদের সাথে বাক বিতান্ড হলে পরে তিনি পুলিশ এনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেনকে হেনস্তা করে বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে হেনস্তা হওয়া শিক্ষক লোকমান হোসেন বলেন আমরা কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এরমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা ম্যাডাম আমাদের সাথে বাগবিতণ্ডা জড়িয়ে পরে পুলিশ দিয়ে আমাকে হেনস্তা করে।এ ব্যাপারে বিদ্যালয় এর প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান্ধ আরা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ফোনে কিছু বলা যাবে না। কোন কিছু জানতে হলে আপনাকে বিদ্যালয় আসতে হবে। এদিকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সাথে এরকম আচরণ করার জন্য শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার শাহ জানান প্রধান শিক্ষিকা আমাকে বিদ্যালয়ের সার্বিক অবস্থা জানানোর পরে আমি তাকে পুলিশের সহযোগিতা নিতে বলি। বিদ্যালয়টিতে যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে ।