পাবনার চাটমোহরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডল (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে ২০১৪ সালের ১৭৫/১৪ নং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
মানিক মন্ডল উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের ইনতাজ মন্ডলের ছেলে। আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করোন। এরপর থেকেই মানিক আত্মগোপন করে গাজীপুর উপজেলার জয়দেবপুর এলাকায় বসবাস করতেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার (৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।