দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিএনপি কর্মী নিহত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম
দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিএনপি কর্মী নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বি এন পি কর্মী রফিক (৪৮) নামের একজন নিহত হয়েছে। নিহত রফিক উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামের মৃত মতালীর ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত পোনে ৭টার দিকে এলাকার একটি দোকানে বসে ছিল রফিক।হঠাৎ মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে  বি এন পি কর্মী নিহত হন সে। এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামের আরো দুইজন আহত হয়েছে বলে জানাগেছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ জানান,খবর পেয়ে ঘটনার পরপরই দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। তদন্ত করে বিস্তারিত জানানোসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে নেহাতে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 

দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করেছে।নিহত রফিকের লাশ শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ  হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে