নেত্রকোনার দুর্গাপুর হানাদারমুক্ত দিবস

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
নেত্রকোনার দুর্গাপুর হানাদারমুক্ত দিবস

একাত্তরের ৬ ডিসেম্বর। এই দিনে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত  হয় নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। মুক্তিযুদ্ধ চলাকালে দুর্গাপুরের বিরিশিরিতে পাকিস্তানি হানাদার বাহিনী একটি শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে। এখান থেকেই তারা বাংলার দালাল, আলবদর ও রাজাকারদের সহযোগিতায় পুরো এলাকায় নিয়ন্ত্রণ করতো। রাতের আঁধারে নৃশংসভাবে হত্যা করা হতো মুক্তিকামী মানুষদের।

১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি চারদিক ঘিরে ফেলে। তাদের প্রবল আক্রমণে বিরিশিরির শক্ত ঘাঁটির পতন ঘটে। ভোরের আলো ফোটার আগেই পাকিস্তানি হানাদার বাহিনী পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকাল থেকে বিজয়ের ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে দুর্গাপুরের আকাশ-বাতাস। স্বাধীন বাংলার পতাকা নিয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে বিজয়ের উল্লাসে।

এদিকে দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের উদ্যোগ নিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে