মণিরামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু সম্প্রদায়ের দোয়া প্রার্থনা

এফএনএস( জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫১ পিএম
মণিরামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু সম্প্রদায়ের দোয়া প্রার্থনা

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী পুরুষের অংশগ্রহনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার হাজিরহাট বাজারে শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোস স্বর, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, অলোক দে, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান, হরিচাদ মল্লিক, পুজা উদযাপন ফ্রন্টের নেতা সন্তোষ রায়, প্রদিপ বিশ্বাস, গৌর হরি মন্ডল প্রমুখ।  এদিকে সকালে ধানের শীষের প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন ফতেয়াবাদ গ্রামে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামছুজ্জামান দিপু, মাওলানা রিজাউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।    

আপনার জেলার সংবাদ পড়তে