ডুমুরিয়ার চুকনগরে দোকান ঘর জবর দখলের চেষ্টা,হামলা মারপিট ও হুমকির ঘটনা ঘটেছে। গত ১ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার চুকনগর বাজারহস্থ মোড়ল মার্কেটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিক তবিবুর রহমান মোড়ল (৬৭) বাদী হয়ে দুই জনকে বিবাদী করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, বিবাদীদের সাথে ভুক্তভোগীর পৈত্রিক সূত্রে প্রাপ্য চুকনগর বাজারে অবস্থিত মোড়ল মার্কেটের ভিতরে দোকান নিয়ে বিরোধ চলে আসছে। বিবাদীরা উক্ত জমি ও দোকান ঘর অবৈধভাবে দখলের পায়তারা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকী দিয়ে আসছে। তার জের ধরে ঘটনার রাতে পূর্বপরিকল্পিত ভাবে বিবাদী নরনিয়া গ্রামের আজিজুর মোড়লের ছেলে আজাদুর রহমান মোড়ল (৩৫) ও মৃত অলিয়ার মোড়লের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রিয়াদ মোড়ল (২৮), চুকনগর বাজারস্থ মোড়ল মার্কেটের ভিতরে একটি দোকান ঘর দখলে নেয়ার জন্য নতুন তালা মেরে দেয়। এসময় বাদী তাদেরকে বাঁধা দিকে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে বাদীকে চড় থাপ্পড় মারে লাঞ্ছিত করে এবং জীবন নাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়।
ভুক্তভোগী তবিবুর রহমান মোড়ল জানান,রিয়াদ হোসেন এক সময় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সেই দাপট দেখিয়ে অন্যায় ভাবে আমার প্রাপ্য দোকান ঘর দখলের মানসে তালা লাগিয়েছে। আমি তাদের বিরুদ্ধে থানায় একটি জিডি করেছি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দাঙ্গাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ঘটনা প্রসংঙ্গে বিবাদী রিয়াদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। ফলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঘটনা প্রসংঙ্গে জিডি তদন্ত কর্মকর্তা এএসআই মোঃ মোহব্বত আলি বলেন,তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।