ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাকিল আহমেদ জানান শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হাকিমপুর ইউনিয়নের পূর্ব মাদলা গ্রামের মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মৃত সৈয়দ আলী মন্ডল এর ছেলে আবেদ আলী ও দোহার গ্রামের আব্দুল জব্বার এর ছেলে আক্তার হোসেন কে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের কোর্টে সোপর্দ করা হয়েছে।