ঝিকরগাছায় নারী ও কন্যা সহিংসতা রোধে উঠান বৈঠক

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৪ পিএম
ঝিকরগাছায় নারী ও কন্যা সহিংসতা রোধে উঠান বৈঠক

"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।"এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়। ঝিকরগাছা নিশানা লেডিস ক্লাব উঠান বৈঠক বাস্তবায়ন করে।

শনিবার ৬ ডিসেম্বর সকাল ১১ টায়‎ পৌর সদরের সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুল ক্যাম্পাসে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উঠান বৈঠক হয়। নিশানা লেডিস ক্লাবের সভাপতি ও সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ও ঝিকরগাছা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক। ‎বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) একেএম শফিউল আজম রুমী, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংবাদিক ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক ও সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। অন্যান্যের মধ্যে নিশানা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক রুমানা শারমিন, সদস্য মারিয়া আকতার, শারমীন ইভা, সাজেদা আফরিন, সাম্মি আক্তার, পান্না খাতুন, আকলিমা আখি, রওশনারা শিখা, পারভীন আক্তার, প্রেমা দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে