খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে দেশ ভালো থাকবে। খালেদা জিয়া সুস্থ থাকলে দেশের মানুষও ভালো থাকবে। তিনি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এজন্য আমরা সবাই দোয়া করবো।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর চর রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ কামরান হাসান, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম রবি, মোঃ ইসমাইল হোসেন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক। দোয়া মোনজাত পরিচলনা করেন খাজাবাবা জামে মসজিদের খতীব মুফতি মাওলানা মোঃ হাফিজুর রহমান।
নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সার্চ কমিটির সদস্য দিদারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন, শ্রমিক দল নেতা মোঃ লাভলু শেখ, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম,
সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন দুলাল, উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন শেখ, বিএনপি নেতা আতাহার গাজী, মোঃ দেলোয়ার হোসেন, যুবদল নেতা হাফেজ মাসুদ মীর, বিএনপি নেতা ফয়সাল সেখ, সোলায়মান আনসারী, রেজাউল করিম ছোট, ইউনুচ সরদার, তাঁতী দল নেতা আসমান শেখ, নাজমুল হাসান, সুজা শেখ, মোঃ মোর্শেদ শেখ, খায়রুল বাসার, মিদুল সরদার প্রমুখ।