দেবহাটা আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ পিএম
দেবহাটা আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা

দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২৫ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হবে। দিবসটি যথাযথভাবে বাস্তবায়নে দেবহাটা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রোববার ৭ ডিসেম্বর সকাল ১১টায় সখিপুরস্থ অফিসে উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক। কমিটির সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ শিক্ষক রফিকুল ইসলাম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এনজিও পরিচালক শরিফুল ইসলাম,  এনজিও কর্মকর্তা মেহেদী হাসান, পারুলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওযারেছীন কবির (রবি), এনজিও কর্মী রুহুল আমিন মোড়ল, পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ৯ ডিসেম্বর দিবসটি পালনে মানববন্ধন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে