খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে রূপসায় শ্রমিক দলের দোয়া

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২০ পিএম | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২০ পিএম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে রূপসায় শ্রমিক দলের দোয়া

বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বাদ আছর রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে পূর্ব রূপসা রেল মসজিদের সন্নিকটে নৈহাটী ইউনিয়ন শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. রফিকুল ইসলাম।

রূপসা উপজেলা শ্রমিক দলের সদস্য মো. আলী আকবর রাজু'র সভাপতিত্বে ও শ্রমিক দলের সদস্য জাহিদুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত 

ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সার্চ কমিটির সদস্য মীর ফিরোজ। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বারিক শেখ, বিএনপি নেতা মো. আসাদ শেখ, ছাত্রনেতা আবিদ হোসেন মোকাররম, শ্রমিক দল নেতা জাহিদ শেখ, জামাল হাওলাদার, খোকন বেপারি, শাহিন শিকদার, শুকুর হাওলাদার, আবুল কালাম হাওলাদার, আব্দুর রহমান, রুস্তম আলী বয়াতি, জামাল হাওলাদার, লুৎফর রহমান, মোস্তফা, রুবেল সরদার, আলমগীর তালুকদার, কামাল হাওলার, সাহিদুল ঢ়ুলি, আলী মোল্লা, রিপন, মাহমুদ টংকার, নাজমুল হাসান, হাফিজুল ইসলাম, মামুন বেপারি, হুমায়ুন কবির, রিয়াদ গাজী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে