অর্থ আত্মসাৎ মামলায় যশোর জজ কোর্টের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাফেজ অলিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর ২০২৫) রাতে খুলনার আড়ংঘাটা থানার মোড়লপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানার পুলিশ। আসামী আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার রেজাউল করিমের বাসার ভাড়াটিয়া।
যশোরের ঝিকরগাছা শিওরদাহ পুলিশ ক্যাম্পের এসআই বেলাল হোসেন ও এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্সসহ আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২টি সিআর সাজা পরোয়ানা রয়েছে।
মামলার বাদী দৈনিক লোকসমাজ পত্রিকার ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া। তিনি বলেন, অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি অলিয়ার রহমানকে খুঁজে বের করতে তিনি গত ১২ বছর ধরে বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন। আটক ব্যক্তি ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। শিওড়দাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন আটকর কথা স্বীকার করেছেন।