নীলফামারীতে মানব সম্পদ উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় মোবাইল ফোন সার্ভিসিং টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং ট্রেডের প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০ ডিসেম্বর আরডিআরএস টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশের হেড অফ সোশ্যাল ডেভেলপমেন্ট মজিবুল হক মনির। আরডিআরএস’র সোশ্যাল ইন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মতিউর রহমান,নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন। আরডিআরএস নীলফামারীর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরটিটিআই’র ইনচার্জ রাজিব ইসলাম।
আরটিটিআই’র ইনচার্জ রাজিব ইসলাম জানান, অর্থ মন্ত্রনালয়ের আওতায় ৩৬০ ঘন্টার (৩ মাস) দক্ষতা উন্নয়নের এই প্রশিক্ষণে দুটি ট্রেডে ২৪ জন করে ৪৮ জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। আটটি ব্যাচে ১৯২ জন প্রশিক্ষণের সুযোগ পাবে। আরডিআরএস সুত্র জানায়, বেকারত্ব দুরীকরণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে আরটিটিআইয়ে ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।