নাগেশ্বরী রিজিওনে আরডিআরএস’র নেওয়াশী বাজার শাখার উদ্বোধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ পিএম
নাগেশ্বরী রিজিওনে আরডিআরএস’র নেওয়াশী বাজার শাখার উদ্বোধন

কুড়িগ্রামের নাগেশ্বরী রিজিওনের আওতায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর নেওয়াশী বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। নাগেশ্বরী রিজিওনের আওতায় ফুলবাড়ী এরিয়ায় বুধবার বিকাল ৪ টায় নেওয়াশী বাজার সংলগ্ন ২৯১তম নেওয়াশী বাজার শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আরডিআরএস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান। পরে নাগেশ্বরী রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রোগ্রাম সমন্বয়কারী ইকবাল সাহাদতের সঞ্চালণায় আলোচনাসভা ও ঋণ বিতরণ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ক্ষুদ্র ঋণ কর্মসূচির পরিচালক তারিক সাঈদ হারুন, বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম, হেড অব অ্যাডমিনেস্ট্রেশন এ্যান্ড জেনারেল সার্ভিস নজরুল গণি, ফুলবাড়ী এলাকা ব্যবস্থাপক সুমিত্রা সাহাসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে