ঝিনাইদহের কালীগঞ্জে একটি আমগাছের নিচু ডাল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রতাপ কুমার (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার গাজির বাজার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গাজির বাজার কালাপাড়া গ্রামের প্রেম কুমারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গাজির বাজারের মাঝে একটি আম গাছের নিচু ডালে প্রতাপ কুমারের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা দেখে তারা স্থানীয় কোলা বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় । পরে ঘটনাস্থলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। সে সময় স্থানীয়রা আরো জানান, প্রতাপ কুমারের গলায় ফাঁস দেওয়া থাকলেও তার পা দুটি মাটিতে ছিল। এ কারনে স্থানীয় অনেকে দাবি করেন , এটি হত্যাকান্ডের ঘটনা হতে পারে।
এ ব্যাপারে কোলা বাজার পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই আমির বলেন , আমি ঘটনাস্থলে আছি। তদন্ত স্যার ঘটনাস্থলে আসছেন। পরে এ ঘটনার বিস্তারিত তিনিই জানাবেন।