কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্যসহ আহত ২

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫২ পিএম
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্যসহ আহত ২

ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কের ভাটপাড়া নামকস্থানে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার  সকাল ১০ টারদিকে কালীগঞ্জ ভাটপাড়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের (নম্বর: ঝিনাইদহ লু১২৫০৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা দুইজন আরোহী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে আকরাম হোসেন(৩০)নামে একজন সেনাবাহিনীর সদস্য রয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মসলেম হোসেন। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্র্তা কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আপনার জেলার সংবাদ পড়তে