আসছে ‘ফোর ইডিয়টস’, চার নম্বরে কে থাকছেন?

এফএনএস বিনোদন
| আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৩ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম
আসছে ‘ফোর ইডিয়টস’, চার নম্বরে কে থাকছেন?

বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছিল বহুদিন ধরেই। এবার সেই আলোচনায় যোগ হলো নতুন মাত্রা। দ্বিতীয় কিস্তির নাম হতে যাচ্ছে ‘ফোর ইডিয়টস’। নাম শুনেই স্পষ্ট, পুরোনো তিন বন্ধুর সঙ্গে এবার যুক্ত হচ্ছেন আরও একজন। আর সেই চার নম্বর ‘ইডিয়ট’ কে হচ্ছেন, তা নিয়েই এখন দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল।

বলিউডের সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছবিটির চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে চলমান। একই সঙ্গে চলছে চতুর্থ ইডিয়ট চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা খোঁজার প্রক্রিয়া। র‍্যাঞ্চো, রাজু ও ফারহানের গল্পে এবার নতুন একটি চরিত্র যুক্ত হবে, যা গল্পকে আরও বড় পরিসরে নিয়ে যাবে।

এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। অনেক দর্শকই ধারণা করছেন, বলিউডের প্রথম সারির কোনো জনপ্রিয় তারকাই হতে পারেন চতুর্থ ইডিয়ট। আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে রণবীর কাপুরের নাম। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম চূড়ান্ত করা হয়নি।

নির্মাতা সূত্রের বরাতে জানা গেছে, সিক্যুয়েলে মূল তিন চরিত্রে আবারও ফিরছেন আমির খান, আর মাধবন ও শারমান জোশি। তাদের পুরোনো বন্ধুত্বের গল্পকে আরও বিস্তৃত করতেই নতুন চরিত্রের সংযোজন। নির্মাতাদের বিশ্বাস, এতে গল্পে আসবে নতুন গতি ও ভিন্ন মাত্রা।

শুধু মূল তিন বন্ধুই নয়, ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ছবির প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্রকেই এই সিক্যুয়েলে দেখা যেতে পারে। সেই তালিকায় রয়েছেন কারিনা কাপুর খানও। নির্মাতারা জানাচ্ছেন, এটি কেবল নামের সিক্যুয়েল নয়। প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই গল্পকে আরও গভীর ও আকর্ষণীয়ভাবে এগিয়ে নেওয়া হবে।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পায়। কলেজ জীবন, বন্ধুত্ব আর শিক্ষা ব্যবস্থার ওপর নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি রুপির ব্যবসা করে। আমির খান, শারমান জোশি ও আর মাধবনের অভিনয় সিনেমাটিকে উপমহাদেশের ছাত্র ও তরুণ সমাজের কাছে আলাদা এক উচ্চতায় পৌঁছে দেয়।

দীর্ঘ দেড় দশক পর ‘ফোর ইডিয়টস’-এর খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা। এখন শুধু অপেক্ষা, কে হচ্ছেন সেই রহস্যময় চার নম্বর ইডিয়ট।