সামান্য বিরতির পর আবার ক্যামেরার সামনে ফিরছেন শাহরুখ খান। শনিবার থেকেই শুরু হচ্ছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের সবচেয়ে অ্যাকশনসমৃদ্ধ অধ্যায়। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। প্রি টিজারের ঝলক সামাজিক মাধ্যমে ছড়াতেই উত্তেজনা আরও বেড়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ছবির সবচেয়ে স্টাইলিশ ও চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং শুরু হবে। বিদেশে নয়, মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতেই এই অংশের শুটিং হচ্ছে। আন্তর্জাতিক মান বজায় রাখতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বিদেশি অ্যাকশন বিশেষজ্ঞদের সঙ্গে মিলে একাধিক বড় সেট পিস তৈরি করেছেন। ক্লোজ কমব্যাট, নাটকীয় সংঘাত আর টানটান উত্তেজনায় ভরপুর দৃশ্যগুলোতেই থাকবে এই পর্বের মূল আকর্ষণ।
এই অধ্যায়ের জন্য দীর্ঘদিন ধরেই নিজেকে প্রস্তুত করেছেন শাহরুখ খান। শারীরিক ফিটনেস থেকে শুরু করে অ্যাকশন ট্রেনিং, সবকিছুতেই সময় দিয়েছেন তিনি। জানা গেছে, কঠিন কিছু দৃশ্য নিজেই করার আগ্রহ প্রকাশ করেছেন এই তারকা। শুটিং নির্বিঘ্ন রাখতে টেকনিক্যাল টিমও দিনরাত কাজ করে যাচ্ছে।
এবারের শুটিং পর্বে বিশেষ আলোচনায় শাহরুখের মেয়ে সুহানা খান। বাবার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে তাঁকে। এর মধ্যে অ্যাকশন দৃশ্যও রয়েছে। একটি সূত্রের দাবি, বাবার কাছ থেকেই নিয়মিত অ্যাকশনের কৌশল রপ্ত করছেন সুহানা। পর্দায় প্রথমবার পিতা ও কন্যার একসঙ্গে মারকাটারি অ্যাকশন দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে উঠতে পারে।
পূর্ণাঙ্গ অ্যাকশন থ্রিলার হিসেবেই তৈরি হচ্ছে ‘কিং’। শাহরুখ ও সুহানার পাশাপাশি ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুর। পাশাপাশি থাকছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখ খানের রোম্যান্স। অনুরাগীদের ধারণা, দীপিকার উপস্থিতি মানেই শাহরুখের ছবিতে বক্স অফিসে বাড়তি শক্তি। সেই ধারাবাহিকতা ‘কিং’-এ বজায় থাকে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।