লক্ষ্ণীপুরে দুর্বৃত্তদের সংঘটিত নৃশংস অগ্নিসন্ত্রাসে ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বসতবাড়িতে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে তাঁর শিশুকন্যা মোছা. আয়েশা আক্তার (৮)-এর করুণ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্ণীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এক বিবৃতিতে তিনি বলেন, “এই ভয়াবহ অগ্নিসন্ত্রাসে একটি নিষ্পাপ শিশুর প্রাণহানি এবং পরিবারের অন্যান্য সদস্যদের গুরুতর আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত। নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি এই ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সালমা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী। তিনি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত একজন পরিচিত ও সৎ ব্যবসায়ী। পাশাপাশি তিনি ৬নং ওয়ার্ড বিএনপির একজন সক্রিয় নেতা।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ টাকা-পয়সা, মোটরসাইকেল ও ব্যবসায়িক মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে পরিবার দাবি করেছে। স্বজনরা জানান, বেলাল হোসেনের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। কে বা কারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত-তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা। সুস্থ হয়ে উঠলে এ ঘটনায় মামলা করবেন বলেও জানান বেলাল হোসেন।
নিহত আয়েশা আক্তার স্থানীয় ফাইভ স্টার স্কুলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বড় বোন স্মৃতি ভবানীগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অগ্নিকাণ্ডে আহত বিথি ও স্মৃতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থাও অত্যন্ত ভেঙে পড়ার মতো বলে স্বজনরা জানিয়েছেন।
হাসপাতালে আহত সন্তানদের খোঁজ নিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন বাবা বেলাল হোসেন। শারীরিক অবস্থার কারণে তিনি নিজ কন্যার জানাজায় অংশ নিতে পারেননি-এ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি।
নিহত আয়েশা আক্তারের জানাজা শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
এই ঘটনায় পুরো ভবানীগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষজন একে পরিকল্পিত অগ্নিসন্ত্রাস উল্লেখ করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।