বড়দিন উপলক্ষে সীমান্তে বিজিবির সহায়তা

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:১০ পিএম
বড়দিন উপলক্ষে সীমান্তে বিজিবির সহায়তা

বড়দিন উপলক্ষে পাহাড়ি জেলা রাঙ্গামাটির বাঘাইহাটের দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি জনপদে খ্রিস্টান সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বিজিবি।

রোববার বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম পাহাড়ে অবস্থিত বেথলিং পাড়ায় বসবাসরত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজিবি জানায়, খ্রিস্টধর্মীয় সম্প্রদায়ের দরিদ্র ও অসহায় মানুষের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে অধিনায়কের নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার এ আর্থিক সহায়তা বিতরণ করেন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। সে লক্ষ্যে বিজিবি সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আপনার জেলার সংবাদ পড়তে