কোটচাঁদপুরে বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
কোটচাঁদপুরে বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কোটচাঁদপুর জীবন উন্নয়ন সংস্থার উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠান গুলি হচ্ছে, কোটচাঁদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল, সারদারপুর রেবেকা খানম শিশু কানুন স্কুল, জীবননগর প্রাইড প্রি-ক্যাডেট স্কুল, হাসাদা সানফ্লাওয়ার আইডিয়াল স্কুল, চৌগাছা দিশারী প্রি-ক্যাডেট স্কুল, ডাকবাংলা প্রগতি প্রি-ক্যাডেট স্কুল, দশ মাইল শিশু কলি প্রি-ক্যাডট স্কুল,  কালিগঞ্জ রাঙ্গা প্রভাত প্রি-ক্যাডেট স্কুল, হরিণাকুন্ডু লিডেন প্রি-ক্যাডেট  স্কুল, মহেশপুর অগ্রদূত প্রি-ক্যাডেট স্কুল, নিউ চিলড্রেন গ্রেস স্কুল। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা অফিসার বশির আহমেদ ও কোটচাঁদপুর জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক  মফিজুল ইসলাম বাবু। বৃত্তি পরীক্ষায় ২শত ৮০জন শিক্ষার্থীদের মাঝ থেকে  ৫০ জন শিক্ষার্থীদের মাঝে দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে জানান সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে