ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত দস্যুতা মামলার অন্যতম আসামি মোঃ মনির শিকদার (৪৫)'কে র্যাব-১০ এবং র্যাব-৪ এর যৌথ চৌকস আভিযানিক দল গ্রেফতার করেছে। ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকার ভিকটিম মোঃ সাখাওয়াত হোসেন (৪০), এর বসত বাড়ীতে গত ১ ডিসেম্বর রাতে পরিবারের সকল সদস্য রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রাত আনুমানিক ৩টার সময় ভিকটিমের মা মোছা: মেহরুন নেছা চিৎকার করেন যে, তাদের বাড়িতে চোর প্রবেশ করেছে। ভিকটিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলে দেখতে পান তিনজন মুখোশধারী রামদা হাতে খোলা দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। আসামিরা ভিকটিম ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে স্টিলের বাক্স ভেঙে নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা এবং আনুমানিক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় মামলা নং- ০৪, তারিখ- ০২/১২/২০২৫, ধারা- ৩৯২ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক পোনে ৩টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকা এর একটি যৌথ অভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সাথে জড়িত আসামি মো: মনির শিকদার (৪৫), পিতা- মৃত আব্দুর রহমান শিকদার, সাং- উত্তর শিবপুর, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।