অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বেগমগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন। বিকেলে বেগমগঞ্জ উপজেলার গাবুয়া বাজারের দক্ষিণ -পূর্ব পাশে একলাশপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফসলি জমিতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা মোতাবেক ১৫ (১) ধারায় মো. নুর আলম মিলন (৪৯), পিতা- মৃত আব্দুল মান্নান কে ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ থানার এস আই মাহমুদুল হক এর নেতৃত্বে পুলিশ এর টিম ও এলাকাবাসী। জনস্বার্থে কৃষিজমি রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।