সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বিজিবি। সাজেক ভ্রমণের পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়া পর্যটককে দ্রুত জরুরি চিকিৎসা সেবা দিয়ে প্রশংসা কুড়িয়েছে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সাজেকে ভ্রমণে যাওয়ার পথে পর্যটক নাজমুন নাহার (৬০) আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বিজিবির একজন মেডিকেল অফিসারসহ একটি চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রদান করে।
বিজিবির মেডিকেল টিমের দ্রুততা, আন্তরিকতা ও পেশাদার চিকিৎসা ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যেই নাজমুন নাহারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে। এতে তিনি স্বস্তি ফিরে পান এবং বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়।
এসময় উপস্থিত অন্যান্য পর্যটকরা বিজিবির এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় এমন সহায়তা পর্যটকদের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করে।