জাতীয় নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসনের হলরুমে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “জাতি এখন নির্বাচনের আবহে প্রবেশ করেছে। আমরা চাই জনগণের সরাসরি ভোটে যারা ক্ষমতায় আসবেন, তাদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। সরকারের কমিটমেন্ট হলো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো ধরনের পক্ষপাত বা অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য।”
তিনি ময়মনসিংহে গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাশের হত্যাকাণ্ডের বিষয়েও মন্তব্য করেন। বলেন, “যত বড় অপরাধীই হোক, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা মব জাস্টিস—গণপিটুনির সংস্কৃতি—কখনোই কাম্য নয়। ধর্ম শান্তি, মানবতা ও সহনশীলতার শিক্ষা দেয়। ধর্মের নামে সহিংসতা চালানো ধর্মের মৌলিক শিক্ষার পরিপন্থী। আমরা চাই সবাই সোচ্চার হোক।”
ড. খালিদ হোসেন আরও বলেন, রাজবাড়ীর পাংশার ঘটনায় সাম্প্রদায়িক কোনো দিক নেই। নিহত ব্যক্তি স্থানীয়দের হাতে আটক হয়ে পিটিয়ে মারা হয়েছে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। “আমরা পিটিয়ে মারার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ ধরনের সহিংসতা আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা দেশের মানুষের মধ্যে রুল অব ল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই,” যোগ করেন তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নৈতিক শিক্ষার প্রসার এবং সামাজিক সহিংসতা রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।