নওগাঁর পোরশার নীতপুর সীমান্তে এক চোরাকারবারী সহ একজোড়া ভারতীয় মহিষ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির সদস্যরা। শুক্রবার সকাল আনুমানিক ৬টায় নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ইলিয়াস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভূট্টা পাড়া গ্রামের বালুভাঙ্গা মাঠে অভিযান পরিচালনা করে মিজাইল (৩৫)কে একজোড়া ভারতীয় মহিষসহ আটক করা হয়। আটক মিজাইল কালাইবাড়ি ভুট্টাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। মহিষসহ আটক মিজাইলকে শুক্রবার পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ১৬বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। যা চলমান থাকবে।