রমনা থানা ছাত্রলীগের সম্পাদক বরিশালে গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৬ পিএম
রমনা থানা ছাত্রলীগের সম্পাদক বরিশালে গ্রেপ্তার

রাজধানী ঢাকার রমনা থানার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসানকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল কোতয়ালি থানাধীন শহরের বিবিরপুকুর পাড়সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারকৃত আহসান হাসানকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নগরীর স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাসান বিবিপুকুর সংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসের কাছে অবস্থান করছে এবং তার বিরুদ্ধে ঢাকা ও বরিশালে একাধিক মামলা রয়েছে এ তথ্য নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠিয়েছেন। গোলাম মো. নাসিম আরও জানিয়েছেন-২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা একাধিক মামলায় জড়িয়ে আত্মগোপনে ছিলেন। বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকার নিজ বাড়ি ও ঢাকাসহ বিভিন্নস্থানে অবস্থান নিয়ে সে আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে চলছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে