আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন-আমাদের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক প্রতিটি নামাজ শেষে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা। দুই এই শোককে শক্তিতে রূপান্তর করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা। তিনি আরও বলেন,সারাদেশে সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হলেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন। আমাদের একটাই লক্ষ্য তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো। এই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে দেশ ও জাতি আবার পিছিয়ে পড়বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ কর্মসূচির আয়োজন করেন অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। দোয়া-মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন-দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এখন সময় এসেছে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। বেগম খালেদা জিয়া দেশ ও জাতির জন্য যে অবদান রেখে গেছেন, আল্লাহতায়ালা নিশ্চয়ই তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। অনুষ্ঠিত দোয়া-মিলাদে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলী হায়দার বাবুল, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।