বরিশাল-৩ আসনে জাপার প্রার্থী হয়েছেন দুইজন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৩ এএম
বরিশাল-৩ আসনে জাপার প্রার্থী হয়েছেন দুইজন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির দুইজন প্রভাবশালী নেতা প্রার্থী হয়েছেন। তারা হলেন-জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু এবং প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। জাপার নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, তাদের দুইজনকেই প্রার্থী হিসেবে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনোনয়ন দিয়েছেন। সেইমতে তারা দুইজনেই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২ জানুয়ারি যাচাই-বাছাইয়ে তাদের দুইজনের প্রার্থী বৈধ ঘোষণা করেছেন রির্টানিং অফিসার। এ ব্যাপারে শুক্রবার দিবাগত রাতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, আমাকে গত ২৬ ডিসেম্বর রাতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রের নেতৃবৃন্দরা। সেমতে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি আরও বলেন-যেহেতু গোলাম কিবরিয়া টিপু কারাগারে আছেন তাই আমাকে মনোনয়ন দাখিল করতে বলা হয়েছে। দুইজনকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে তিনি বলেন, একই আসনে দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত পার্টি থেকে একজনই নির্বাচন করবে। এটা একটি রাজনৈতিক কৌশল। অপর মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর ব্যক্তিগত সহকারী মো. ফয়জুল বলেন, কেন্দ্র থেকে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে মনোনয়ন দিয়েছে। যেকারণে আমরা প্রার্থীর মেয়েকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। তিনি আরও বলেন-আমাদের প্রার্থী কারাগারে রয়েছেন, তাই কেন্দ্র দুইজনকেই মনোনয়ন দিয়েছে। ভোট গ্রহণের আগে আমাদের প্রার্থী মুক্তি পাবেন। আমরা নির্বাচনের মাঠে রয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে। উল্লেখ্য, গতবছরের ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ভোটকেন্দ্র দখলসহ তিনটি মামলার আসামি গোলাম কিবরিয়া টিপু। এরপূর্বে ২০০৯, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মহাজোটের সমর্থনে বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু বিজয়ী হন। তিনি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিয়াবাড়ির বাসিন্দা।

আপনার জেলার সংবাদ পড়তে