হাটহাজারীতে এক রাতে চার মন্দিরে চুরিহ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৭ পিএম
হাটহাজারীতে এক রাতে চার মন্দিরে চুরিহ

চট্টগ্রামের হাটহাজারীতে এক রাতে চারটি মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। সংবাদ পেয়ে গতকাল বুধবার  হাটহাজারী থানা পুলিশ চুরি হয়ে যাওয়া মন্দির পরিদর্শন করেছেন। ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  ডাক্তার আশোক কুমার দেব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রনজিত কুমার চক্রবর্তী জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের  ফতেয়াবাদ এলাকার চৌধুরীহাট বিশ্বেশ্বরী কালী মন্দির, জগৎবন্দ্ধু আশ্রম, সত্যনারায়ন সেবাশ্রম ও রামঠাকুর আশ্রম এই চার মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। চোর এসব মন্দিরে দানবাক্সের তালা ভেঙে নগদ অর্থ ও মন্দিরে রক্ষিত মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। গতকাল বুধবার সকালে ঘুম থেকে উঠে মন্দিরে কর্তৃপক্ষ চুরির বিষয়টি অবহিত হয়। সাথে সাথে ঘটনা স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রশাসন ও থানা পুলিশ অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ চুরি হয়ে যাওয়া মন্দিরগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্হা গ্রহন করবেন বলে মন্দির কর্তৃপক্ষকে আশ্বাস্ত করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে