কাহারোলে শ্রমিক সমাবেশ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫৯ পিএম
কাহারোলে শ্রমিক সমাবেশ

দিনাজপুরের কাহারোল উপজেলায় শুক্রবার বিকাল ৪টায় কাহারোল উপজেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েত ইসলামী দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ বছরের পর বছর ধরে তারা ন্যায্য মুজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। তিনি শ্রমিকদের ঐক্য বদ্ধ হয়ে অন্যায়, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েত ইসলামী দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমএ রাজ্জাক আলী প্রমুখ। সমাবেশ শেষে দেশের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে