চলনবিলাঞ্চলে দেখা নেই সূর্যের

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৪:২৮ পিএম
চলনবিলাঞ্চলে দেখা নেই সূর্যের

চাটমোহরসহ চলনবিল অঞ্চলে গত দুইদিন দেখা নেই সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ অঞ্চলে তাপমাত্রা নামে ৯.৬ ডিগ্রী সেলসিয়াসে। উত্তরের হিমেল বাতাস যেন শরীরে তীক্ষ্ন ফলার মতো বিঁধছে। বইছে মৃদ শৈত্যপ্রবাহ। প্রয়োজন ছাড়া কেই বাইরে বের হচ্ছেনা। রাস্তাঘাটে কমে গেছে মানুষজন। সন্ধ্যার পরই সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। চরম বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষ। কনকনে ঠান্ডা আর শৈত্যপ্রবাহের কারণে কৃষিশ্রমিক মাঠে যাচ্ছেনা। বন্ধ হয়ে গেছে তাদের রোজগার। শীত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন পুরাতন গরম কাপড়ের দোকানে। অনেকে আগুণ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ছিন্নমূল ও প্রান্তিক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। পৌষের কনকনে শীতের দাপটে সবকিছু স্থবির হয়ে পড়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে