নীলফামারীতে আইনজীবীদের দোয়া মাহফিল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৯ পিএম | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৯ পিএম
নীলফামারীতে আইনজীবীদের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো। এতে সভাপতিত্ব করেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম। অন্যান্য অতিথি ছিলেন পিপি আল মাসুদ চৌধুরী, আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীবসহ জেলা পর্যায়ের আইনজীবীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, লবেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নেত্রীকে হারানো হল। দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও কোরআন খতম  করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত আইনজীবীবৃন্দ মরহুমার আত্মার শান্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে