বাবুগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৬ পিএম
বাবুগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভিজিডি (ঠএউ) কর্মসূচির আওতায় ৪০২ জন কার্ডধারী নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। চাল বিতরণকালে তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল হতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে কাউকে অন্ধভাবে অনুসরণ না করে নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে। এ সময় তিনি আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপস্থিতদের সচেতন করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, ইউপি সচিব  তারিকুল ইসলাম চৌধুরী এবং ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার,ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, শাহিন হোসেন, ওবায়দুল হক, আব্দুস সালাম, মুক্তা আক্তার প্রমূখ।  উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে