পাবনার দুই আসনে ভোটের কার্যক্রম স্থগিত, সিদ্ধান্ত ইসির

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ১১:৩৭ এএম
পাবনার দুই আসনে ভোটের কার্যক্রম স্থগিত, সিদ্ধান্ত ইসির
ছবি, সংগৃহিত

সীমানা জটিলতার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন ৩০০ আসনের মধ্যে আদালতের আদেশে এ দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ (শুক্রবার) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা রয়েছে। 

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

মনোনয়নপত্র বাছাই শেষে এখন চলছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল; যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০ জানুয়ারি পর্যন্ত।

আপনার জেলার সংবাদ পড়তে