কয়রায় জনসাধারনের সাথে ওসির মতবিনিময়

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ পিএম
কয়রায় জনসাধারনের সাথে ওসির মতবিনিময়

খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, চুরি, ছিনতাই, ডাকাতি সহ সমসাময়িক অপরাধমুলক বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি)  বিকাল ৪ টায় কয়রার থানার আয়োজনে ঝিলিয়াবাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। এ সময় তিনি বলেন, মাদক সেবনকারি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সকলের সহযোগিতায় এটি নির্মুল করা সম্ভব, বনদস্যুেদর সহযোগিতাকারিদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে তিনি আরও বলেন, অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে উৎসব মুখর পেির্বশে সকলকে ভোট কেন্দ্র যাওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল ইসলাম। কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ তরিকুল ইসলামের পরিচালনা এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী,ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, সরদার নাজমুছ সাদাত, ঝিলিয়াঘাটা বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর গাজী, সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান প্রমুখ। মত বিনিময় সভায় উপস্থিত নরেশ বৈদ্য বলেন, এ ধরনের আয়োজন এই প্রথম দেখলাম, অনুষ্ঠানটি খুবই ভাল লেগেছে। এর ফলে মানুষে মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখা সম্ভব হবে। মতবিনিময় সভায় এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ  উপস্থিত ছিলেন।