গত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযানে মহিলা সহ ১৫ জন মাদক ব্যবসায়ী, সেবী, নিয়মিত মামলায় অভিযুক্ত ১, কাঃবিঃ ১৫১ ধারায় ১ ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৮ জন সহ পুলিশ ২৫ জনকে আটক, ১৪২ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ১২লিটার চোলাই মদ,৫ বোতল ফেন্সিডিল, ২টি চোরাই মোটরসাইকেল ও ১টি ধারালো অস্ত্র উদ্ধার করেছেন। অন্যদিকে সারিয়াকান্দি থানাধীন চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের একই অভিযানে ১৭পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী পৌর এলাকার বাড়ইপাড়ার নুর ইসলাম (২৬), ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ আমতলী দক্ষিণপাড়া মাদক ব্যবসায়ী মুরাদ হাসান (২৪), পারতিতপরলের তন্ময় ইসলাম (২৭) মুরাদ জামান (২৬), ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রামনগরের শয়ন মন্ডল (২৩), ৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বিটুল প্রামানিক (৩৪), ১২ পুরিয়া (২৪ গ্রাম) গাঁজা সহ মাদক ব্যবসায়ী দিঘলকান্দি মধ্যপাড়া গ্রামের এমদাদুল ইসলাম(২১), বাবু মিয়া (২৫), ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নিজবাটিয়ার জিকো কুমার সাহা (৩৭), ৬৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাকিরুল ইসলাম ওরফে লিটন (৪২) রামনগরের জিয়ারুল ইসলাম (৩০), ১২ লিটার অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী কাটাখালি মধ্যপাড়ার নাছিম মিয়া (২৫), ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাড়ইপাড়া নিলয় ইসলাম সৈকত (২০), সাইফুল ইসলাম শাওন (২২) এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জোরগাছা নতুন পাড়ার ওয়াজেদ হোসেন (৪১), ধরালো অস্ত্র সহ নিয়মিত মামলার আসামী হাসমত (৩৪), কাঃ বিঃ ১৫১ ধারা অভিযুক্ত মানিক মিয়া (৪৫), সিআর পরোয়ানাভুক্ত আসামী আলী হোসেন, জিআর পরোয়ানাভুক্ত আসামী শাহিনুর বেগম (২৮), সিআর পরোয়ানভুক্ত আসামী মনিরা বেগম(৩৪) রানা মন্ডল(২৪), জয়নাল মন্ডল(২৮),হাসিনা বেগম(৩২), সরান (২৩)ও কল্পনা বেগম (২৫)আটক করা হয়। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি-ছিনতাই সহ সকল অপরাধের বিরুদ্ধে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।