ফরিদগঞ্জ থানায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৩৯ পিএম
ফরিদগঞ্জ থানায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

চাঁদপুরে কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর ও ফরিদগঞ্জ থানায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর)  চাঁদপুর জেলার কচুয়া থানার আয়োজনে থানা প্রাঙ্গণে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠানে অফিসার ইনচার্জ, কচুয়া থানা, চাঁদপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠানে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, হাইমচর থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, এবং ফরিদগঞ্জ থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)পঙ্কজ কুমার দে। কচুয়া থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব মাদকবিরোধী, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের আস্থা অর্জন করে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে চাঁদপুর জেলা পুলিশ। এ সময় স্থানীয় ব্যবসায়ি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা করা হয়।জনসাধারন প্রধান অতিথির নিকট বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে