চাটমোহরে ফেন্সিডিল ও হেরোইন ফেলে পালালো মাদক ব্যবসায়ী

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ২০ জানুয়ারী, ২০২৫, ০৪:২৮ পিএম | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ০৪:২৮ পিএম
চাটমোহরে ফেন্সিডিল ও হেরোইন ফেলে পালালো মাদক ব্যবসায়ী

পাবনার চাটমোহরে গ্রামবাসীর ধাওয়ায় ফেন্সিডিল ও হেরোইন ফেলে পালিয়ে গেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম। শরিফুল উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত আমের আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুমারগাড়া গ্রামে। স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামসহ গ্রামবাসী জানান,মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম রবিবার দিবাগত রাত ১টার পর ফেন্সিডিল ও হেরোইন নিয়ে গ্রামে ঢোকে। এসময় গ্রামবাসী টের পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে মাদকদ্রব্য ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় একটি ব্যাগে ৩৪ বোতল ফেন্সিডিল ও পলিথিনে মোড়ানো হেরোইন পাওয়া যায়। ইউপি নজরুল ইসলাম পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাদকদ্রব্য জব্দ করে। এ বিষয়ে চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান,৩৪ বোতল ফেন্সিডিল ও এক ধরণের সাদা দ্রব্য জব্দ করা হয়েছে। জড়িতকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধিন।  উল্লেখ্য শরিফুল ইসলাম ইতোপূর্বে একাধিকবার হাজতবাস করেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে