জেনিনে ইসরায়েলের সামরিক অভিযান, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৫, ০১:৫২ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০১:০৩ পিএম
জেনিনে ইসরায়েলের সামরিক অভিযান, নিহত ৯

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর এক ভয়াবহ অভিযানে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। 

ইসরায়েলি বাহিনী সামরিক হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে জেনিন শরণার্থীশিবিরে ধারাবাহিক বিমান হামলা চালায়। অভিযানের অংশ হিসেবে সাঁজোয়া বুলডোজার দিয়ে বিভিন্ন সড়ক খুঁড়ে ফেলেছে এবং শরণার্থীশিবিরের পুরো এলাকাটি দখলে নিয়েছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানায়, ইসরায়েলি হামলায় শরণার্থীশিবিরের তিন চিকিৎসক ও দুই নার্সও গুলিবিদ্ধ হয়েছেন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন, "মধ্যপ্রাচ্যের যেখানেই ইরানের প্রভাব বিস্তার হবে, সেখানেই আমরা পরিকল্পিত ও দৃঢ়ভাবে অভিযান চালাব।" তিনি এটিকে "বড় ধরনের এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান" হিসেবে উল্লেখ করেন। 

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অভিযানের তীব্র সমালোচনা করে বলেছে, ইসরায়েলি বাহিনী বেসামরিক লোকজন ও নিরাপত্তা বাহিনীর ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে। পিএ নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব জানান, অভিযানের শুরুতেই ফিলিস্তিনি বাহিনীকে শরণার্থীশিবির থেকে সরিয়ে নেওয়া হয়। 

জেনিনের গভর্নর কামাল আবু আল-রাব এই অভিযানের নিন্দা জানিয়ে বলেন, "এটি পুরোপুরি একটি আক্রমণ। ইসরায়েলি বাহিনী আকাশপথে অ্যাপাচি হেলিকপ্টার ও স্থলপথে সামরিক যান ব্যবহার করে পুরো এলাকা দখলে নিয়েছে।" 

হামাস এবং ইসলামিক জিহাদসহ বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই অভিযান তাদের স্বাধীনতার দাবিকে দমিয়ে রাখতে ব্যর্থ হবে। 

মঙ্গলবারের এই রক্তক্ষয়ী অভিযানের মাত্র দুই দিন আগে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জেনিনের এই অভিযান পশ্চিম তীরে সংঘাত আরও তীব্র করার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। 

এদিকে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের এই অভিযান নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ দেশই ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীরের দখলকে অবৈধ বললেও ইসরায়েল ইতিহাস ও ধর্মীয় যুক্তি দিয়ে সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

গত কয়েক বছরে ইসরায়েলি অভিযানের কারণে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সহিংসতা বেড়েছে। গাজা, পশ্চিম তীর ও ইসরায়েলে হামলা-পাল্টা হামলায় শত শত ফিলিস্তিনি এবং কয়েক ডজন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে রেখেছে। 

জেনিনের এই সাম্প্রতিক রক্তক্ষয়ী পরিস্থিতি আবারও বিশ্ববাসীর নজরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বাস্তবতা তুলে ধরেছে।  

আপনার জেলার সংবাদ পড়তে