মুন্সীগঞ্জের গজারিয়ায় দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ জানান, সোমবার (০২ ডিসেম্বর) বিকাল ৪টায় পরিচালিত এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনুমোদন না থাকায় বালুয়াকান্দি এলাকার কইগ ইট ভাটাকে এক লক্ষ টাকা ও ভাটেরচর এলাকার ঘঘগ ইট ভাটাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় ইটের ভাটার বিভিন্ন দিক পরিদর্শন করেন মালিকপক্ষকে শাসিয়ে যান তিনি বলেন আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে বলে জানান দীর্ঘদিন ধরে হাসপাতাল বাজার মার্কেট ও স্কুল সংলগ্ন গ্রামের মাঝখানে দুটি ইটের ভাটা নির্মাণ করা হয়েছে এতে মানুষ স্বাস্থ্যের ঝুঁকিতে পড়েছে।
কাগজপত্র বিহীন ইটের ভাটা প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে তাদেরকে একাধিকবার জরিমানা করল আবারো তারা দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অভিযানে গজারিয়া ভূমি অফিস গজারিয়া থানা পুলিশ ও আনসার মিলে এই অভিযান চালিয়েছে।